ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের পর এবার প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে নেমেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় প্রতিবাদ মিছিল করেন তারা।
হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই, ছাত্রলীগের গোন্ডারা,আইছেরে তর বাবারা, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, উকি ঝুঁকি মারিছনা, ধরলে কিন্তু ছারমুনা এই স্লোগানে প্রতিবাদ মিছিল করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিমের সাথে কথা হলে তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আজ ভোরে কাঁচপুরের নয়াবাড়ি এলাকার অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এর মধ্যে আমরা কিছু ছেলেকে চিহ্নিত করেছি। কিছু ছেলে বন্দর উপজেলার আর কিছু সোনারগাঁয়ের। তাদের এই বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আমাদের সোনারগাঁ উপজেলা বিএনপি, ছাত্রদল,যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একই স্থানে প্রতিবাদ মিছিল করে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। এই ছাত্রলীগের কর্মীরা হাজারো ছাত্রের প্রাণ নিয়েছে। সেই ছাত্রলীগ আজ আওয়ামিলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরে প্রতিবাদ মিছিল করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি প্রশাসন এর কোন ব্যবস্থা না নেয় তাহলে আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নামতে বাধ্য হব।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন, সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিওটি ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে। আজ দুপুরে দেখেছি একটি মিছিল করেছে। আমরা চেষ্টা করছি কোন বিশৃঙ্খলা যেন না হয়। আমাদের চেষ্টা চলমান।