প্রতিদিনের সোনারগাঁও:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুম রানার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্দীন (মেম্বার) প্রমুখ।