মুফতি বদরুল আলম সিলেটীর সভাপতিত্বে ভারতের হিন্দু পন্ডিত রামগিড়ি মহারাজ এবং বিজেপি নেতা রিতেশ রানে কর্তৃক হযরত মুহাম্মদ (সঃ) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রূপগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদ।
শুক্রবার (০৪ অক্টোবর) আছরের নামাজের পর সম্মিলিত ওলামা পরিষদ রূপগঞ্জ শাখার আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর অপমান আমরা মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারী বিজেপি নেতা ও হিন্দু পন্ডিত কে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। বক্তারা সরকারের উদ্দেশ্য আরো বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে।
সম্মিলিত ওলামা পরিষদের রূপগঞ্জ শাখার সভাপতি মুফতি বদরুল আলম সিলেটির সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মান্নান সিরাজী,মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী, মাওলানা ইমরান হোসাইন আজমী,হাফেজ আবু তাহের, মাওলানা হাসান মহসিন, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা কামরুল হাসান, মুফতি আব্দুল্লাহ প্রমুখ।