সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা

প্রতিদিনের সোনারগাঁ
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ | অক্টোবর ০৯, ২০২৪ Last Updated 2024-10-09T09:44:09Z


প্রতিদিনের সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা এবং মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মিজারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার  সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজার ঘাটলার পাশে মোটরসাইকেল রাখা নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় আব্দুস সালাম এবং জান্নাতুল ফেরদৌস সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মিরাজুল ইসলাম।


তিনি বলেন,  মঙ্গলবার সকাল ১০ টার দিকে আমি মোগরাপাড়া ঘাটলার মোড়ে আমার মোটরসাইকেলটি রাখি। মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আমাকে বলে যে, বাইক সরাতে। আমি বাইক সরাতে না চাইলে আসামি আব্দুস সালামের সাথে তর্ক বিতর্ক হয়। পরে আমাকে কিল, ঘুষি, মারিয়া মাটিতে ফেলে দেয়। পরে আসামি জান্নাতুল ফেরদৌস  হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আমার ঘারে ও পিঠে কোপ মারিয়া রক্তাক্ত জখম করে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা

জনপ্রিয়