সোনারগাঁয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

প্রতিদিনের সোনারগাঁ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ | সেপ্টেম্বর ২৪, ২০২৪ Last Updated 2024-09-24T15:42:41Z


প্রতিদিনের সোনারগাঁ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরান ও শাহ আলী নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টহলদল। 


পরে পুলিশের টহলদলসহ তাদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।


সোনারগাঁ থানার ওসি এম এ বারী গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। এসময় ডাকাত দল দৌড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁও থানার এসআই সাহাদাতের নের্তৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।


পরে সেনা সদস্যরা অস্ত্রসহ দুই ডাতাতকে সোনারগাঁ থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার এসআই মো. সাহাদাত বাদি হয়ে ২ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করেন। 


উল্লেখ্য, এলাকাসী জানায়- জামপুর ইউনিয়নে ভূমিদস্যু গুলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরান ডাকাত, শাহ আলী ডাকাত। এই বাহিনী ৫ আগস্টের পর কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লা নামের কৃষকের দুইটি গরু বাড়ি থেকে এনে জবাই মাংস বিক্রি করে। তাদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির আরো অভিযোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

জনপ্রিয়